লোকালয় ২৪

‘প্রয়োজনের বেশি পেঁয়াজ কিনবেন না’

‘প্রয়োজনের বেশি পেঁয়াজ কিনবেন না’

প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পেঁয়াজ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, ‘যতটুকু পেঁয়াজ লাগবে ততটুকু কিনুন। প্রয়োজনের তুলনায় বেশি পেঁয়াজ কিনে মজুদ করবেন না।’

বুধবার দুপুরে রাজধানীর পলাশী কাঁচাবাজার পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন ।

সাঈদ খোকন বলেন, ‘অল্প সময়ের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে। এই পরিস্থিতিতে আপনাদের যতটুকু দরকার ততটুকুই কিনবেন। প্রয়োজনের তুলনায় বেশি কিনে বাসায় মজুদ করবেন না। দাম বেড়ে যাচ্ছে এই ভেবে বেশি কিনে চাপ সৃষ্টি করবেন না ।’

তিনি বলেন, ‘সরকার যে যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেবে সেই মূল্যেই ব্যবসায়ীদের পেঁয়াজ  বিক্রি করতে হবে। তা না হলে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে বিশেষ অভিযান চলবে।’

মেয়র বলেন ‘প্রয়োজনীয় সকল পণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে এবং স্থিতিশীল রয়েছে। সম্প্রতি পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যার পরিপ্রেক্ষিতে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের দাম আগের মতো না হবে ততক্ষণ অভিযান চলবে।’