প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর: ইসলামী আন্দোলন

প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর: ইসলামী আন্দোলন

প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর: ইসলামী আন্দোলন
প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর: ইসলামী আন্দোলন

লোকালয় ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, ‘উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’ বলে প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া বক্তব্য হাস্যকর ও বাস্তবতা বিবর্জিত। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা ইউনুছ আহমদ বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের বিভিন্নভাবে সরকার দলীয় লোকজন দিয়ে হুমকি-ধমকি,ভয়ভীতি প্রদর্শন ও অফিস ভাঙচুর,ল্যাপটপ, ভোটার স্লিপসহ মালামাল ছিনতাই করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও তার কোনও প্রতিকার হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ৩০ ডিসেম্বরের নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাবে।’

প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের হুমকি-ধমকি বন্ধ করা এবং সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে ইসির প্রতি আহ্বান জানান মাওলানা ইউনুছ আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com