ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান! শিরোনাম পড়ে চোখ কপালে উঠার মতো অবস্থা হয়তো আপনার। হ্যাঁ, সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন বিদ্যা বালান! তবে সেটা বাস্তবে নয়, রুপালি পর্দায়। ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের খবর, রুপালি পর্দায় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন বিদ্যা বালান।
ভারতের প্রথিতযশা এক নারী সাংবাদিকের লেখা ‘ইন্দিরা: ইন্ডিয়াজ মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার’ শীর্ষক বইয়ের গল্প নিয়েই তৈরি হবে এই ছবি। বইয়ের গল্পকে নিয়ে ছবি করার স্বত্বাধিকার পেয়েছেন বিদ্যা বালান। তার দাবি, প্রয়াত প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন।
বিদ্যা বালান বলেন, আমি বইটির স্বত্ব নিতে পেরে খুশি। কারণ, আমি সর্বদা রুপালি পর্দায় দেশের প্রথম প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। তবে ছবিটি বড় পর্দায় আসবে না ওয়েব সিরিজ হবে, তা এখনও স্থির করেননি বিদ্যা বালান।