সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ১৬৩ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ১৬৩ শিক্ষার্থী

মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী স্বর্ণপদক

নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিজ অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে এ বছর ১৬৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে উঠেছে মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী স্বর্ণপদক।

 

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃতি শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেন।

 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম।

 

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো অধিক মনোনিবেশ করে ভালো ফল অর্জনে উৎসাহ দেয়ার জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

 

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় অধ্যাপক, ইউজিসির সাবেক চেয়ারম্যান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ইউজিসি সদস্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, শিক্ষাবিদ, প্রধানমন্ত্রীর দপ্তর ও ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের বাবা-মা ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর: ইউএনবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com