লোকালয় ডেস্কঃ বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) শূন্য আসনে উপনির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন চিত্রনায়ক শাকিল খান। তবে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বুধবার (২৩ মে) বেলা ১২টায় ফোনে এ তথ্য জানিয়েছেন শাকিল খান।
এর আগে রবিবার (২০ মে) স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাকিল খানের পক্ষে মনোনয়নপত্র কেনেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম।
শাকিল খান বলেন, ‘গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকেছিলেন। তিনি আমাকে ডেকে বলেন, শাকিল তোমার ভবিষ্যৎ ভালো, তুমি দলের জন্য কাজ করে যাও, আমি আগামী দিনে তোমাকে নিয়ে চিন্তা করছি।’
শাকিল খান আরও বলেন, ‘আগামী ডিসেম্বরে যেহেতু জাতীয় নির্বাচন, আর নেত্রী যেহেতু বলেছেন, তাই দল ও নেত্রীর প্রতি শ্রদ্ধা রেখে আমি আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহারকে সমর্থন করেছি। আগামী ২৪ মে আমি উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করবো।’
এদিকে এই আসনের সংসদ সদস্য ছিলেন তালুকদার আব্দুল খালেক। পরে তিনি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের প্রার্থী হয়ে খুলনা সিটি নির্বাচনে অংশ নেন। তার এই শূন্য আসনে উপনির্বাচন আগামী ২৬ জুন।
বাগেরহাট জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মোংলা-রামপাল এই আসনে ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে দুই লাখ ২৬ হাজার ২৪৯ ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ২৩৮, আর নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ১১ জন।