সংবাদ শিরোনাম :
‘প্রধানমন্ত্রীর পিতাই জিয়াউর রহমানকে বীরউত্তম খেতাব দিয়েছিলেন’

‘প্রধানমন্ত্রীর পিতাই জিয়াউর রহমানকে বীরউত্তম খেতাব দিয়েছিলেন’

‘প্রধানমন্ত্রীর পিতাই জিয়াউর রহমানকে বীরউত্তম খেতাব দিয়েছিলেন’
‘প্রধানমন্ত্রীর পিতাই জিয়াউর রহমানকে বীরউত্তম খেতাব দিয়েছিলেন’

বার্তা ডেস্কঃ

‘মুক্তিযুদ্ধে অবদানের জন্য জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন তৎকালীন সরকার প্রধান। সেই সরকার প্রধান ছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর পিতা।’ শনিবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় লেবার পার্টি আয়োজিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একথা বলেন।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, পুরো সময় রণাঙ্গনে থেকে দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে তার যে অবদান তা স্বীকার করে তাকে খেতাব দেওয়া হয়েছিল। স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান ছাড়া আর কারও কণ্ঠে শোনা গেছে এই দাবি কেউ করে না।’

প্রয়াত মুক্তিযোদ্ধা কাঁকন বিবি প্রসঙ্গে তিনি বলেন, ‘কাঁকন বিবি বীর প্রতীক উপাধি পেয়েছেন। কিন্তু তাকে নাকি গেজেটভুক্ত করা হয়নি। এই সরকার এতো স্মার্ট, তাহলে এই কাজ করতে দেরি করেছে কেন?’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন করছিলেন। তা নিয়েও নেত্রীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই প্রশ্ন শুধু তার না দেশের আরও অনেক গণ্যমান্য ব্যক্তি তুলেছেন। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা আজও হয় নাই, যোগ করেন বিএনপিনেতা।

জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা অন্য কেউ মেরে খেয়েছে এটা প্রমাণিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ কোনও ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারেনি। অথচ কুয়েতের আমির টাকাটা দিয়েছেন জিয়াউর রহমানের নামে অরফানেজ খোলার জন্য। খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের কারাগারে রাখা হয়েছে এরশাদ সাহেবের ইচ্ছায়। কারণ এরশাদ সাহেব নিজেও সেখানে ছিলেন। তার সঙ্গীদের ইচ্ছা খালেদা জিয়াকেও সেখানে রাখতে হবে।’

বাংলাদেশের সঙ্গে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জনের তালিকায় মিয়ানমার এবং লাউসও এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই দুটি দেশে কি কোনও মিছিল হয়েছে? দেশ উন্নত হচ্ছে তা জনগণ অনুভব করছে না বরং রাস্তা বন্ধ করে মিছিল করে তাদের বিরক্ত করা হচ্ছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com