প্রথম মুসলিম নারী মার্কিন কংগ্রেসম্যান হচ্ছেন রাশিদা

প্রথম মুসলিম নারী মার্কিন কংগ্রেসম্যান হচ্ছেন রাশিদা

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম মুসলিম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান নির্বাচিত হতে যাচ্ছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তাইয়িব। ডেমোক্রেট দল থেকে মনোনয়ন পেয়ে কংগ্রেস সদস্য নির্বাচিত হতে যাচ্ছে মিশিগান রাজ্যের সাবেক এই আইনপ্রণেতা।

 

মিশিগানের ডিস্ট্রিক ১৩ প্রাইমারির নির্বাচনে ডেমোক্রেটদের মনোনয়ন পেয়েছেন তিনি। এই আসনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি কিংবা তৃতীয় কোনো দলের প্রার্থী না থাকায় নভেম্বরের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাশিদা নির্বাচিত হতে যাচ্ছেন। খবর: ডেইলি সাবাহ।

এই আসনটি ১৯৬৫ সাল থেকে জন কোনিয়ের্সের দখলে ছিল। যৌন নিপীড়নের অভিযোগের মুখে গত ডিসেম্বরে তিনি পদত্যাগের ঘোষণা দিলে আসনটি শূন্য হয়।

রাশিদা এমন সময় মার্কিন কংগ্রেসের সদস্য হতে যাচ্ছেন, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকদের মুসলিম-বিরোধী কর্মকাণ্ডের জবাবে মুসলিমরা দেশটিতে রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর কথা ভাবছে।

আশঙ্কা করা হচ্ছে, রাশিদা কংগ্রেসম্যান হিসেবে দায়িত্ব নিলে ট্রাম্প ও তার উগ্র জাতীয়তাবাদী সমর্থকদের মুসলিম-বিদ্বেষী প্রচারণা আরো বাড়বে। এ ধরনের ইসলাম-বিদ্বেষ ২০০১ সালে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার আগে তেমন বেশি চোখে পড়তো না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com