প্রথম বলিউডের ছবি ‘গোল্ড’ সৌদি আরবে

প্রথম বলিউডের ছবি ‘গোল্ড’ সৌদি আরবে

সৌদি আরবে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে শুক্রবার থেকেই ‘গোল্ড’র প্রদর্শন শুরু হয়েছে।অক্ষয় কুমার ‘গোল্ড’ নিয়ে নতুন সংবাদ দিলেন তার টুইটার একাউন্টে।

ভারতের ক্রীড়াঙ্গনের ইতিহাসে অলিম্পিকে প্রথম সোনা জয়ের বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত ছবি ‘গোল্ড’ স্থানীয় বাজারে একশো কোটি রূপীর ঘরে প্রবেশ করার পর এবার যাচ্ছে সৌদি আরবে।

অক্ষয় কুমার হাউজফুল ২, হাউজফুল ৩, এয়ারলিফট, রুস্তম, জলি এলএলবি২, হলিডে, টয়লেট: এক প্রেম কথা ও রাউডি রাথোর’র পর গোল্ড দিয়ে আবারও ১০০ কোটির ক্লাবে প্রবেশ করলেন।

গোল্ড পরিচালনা করেছেন তালাশ হেলমার, রিমা কাগতি এবং এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন ফারহান আক্তার ও রিতেশ সিদ্ধানি। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মৌনি রয়, কুনাল কাপুর, অমিত সাধ, ভিনিত কুমার সিং এবং সানি কৌশল।

২.০ ছবিতে দেখা যাবে আসছে নভেম্বর মাসেঅক্ষয়কে ৪০০ কোটি রূপীতে নির্মিত রজনীকান্তের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com