লোকালয় ডেস্কঃ বলিউড কিং শাহরুখ খান এখন আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবি নিয়ে ব্যস্ত। তার নতুন ছবি মানেই নতুন রেকর্ড। শুধু ভারতেই নন, বিশ্বজুড়ে তার ভক্ত। ভক্তদের মন কীভাবে জয় করতে হবে ‘রোমান্সের রাজা’ তা বেশ ভালোই জানেন।
৫২ বছর বয়সী এ তারকা এবার টম ক্রুজের মতো তারকাকে হারিয়ে দিয়েছেন। উইকিপিডিয়াতে কিম কার্দেশিয়ানের পরপরই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে শাহরুখকে।
শাহরুখ পেছনে ফেলেছেন অ্যাঞ্জেলিনা জোলি, লিওনার্দো ডি ক্যাপ্রিও, দিয়ানে জনসন, মিলা কুনিস, আর্নোল্ড শোয়ার্জনেগার, উইল স্মিথ ও ব্রুস লির মতো তারকাদের।