সংবাদ শিরোনাম :
প্রথমবারের মতো শ্রীলঙ্কায় পণ্য রফতানি করছে নেসলে বাংলাদেশ

প্রথমবারের মতো শ্রীলঙ্কায় পণ্য রফতানি করছে নেসলে বাংলাদেশ

প্রথমবারের মতো শ্রীলঙ্কায় পণ্য রফতানি করছে নেসলে বাংলাদেশ
প্রথমবারের মতো শ্রীলঙ্কায় পণ্য রফতানি করছে নেসলে বাংলাদেশ

লোকালয় ডেস্কঃ সুইজারল্যান্ডের বহুজাতিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ লিমিটেড প্রথমবারের মতো শ্রীলঙ্কায় ‘নেসপ্রে’ রফতানি করার ঘোষণা দিয়েছে। কোম্পানিটি বাংলাদেশের বাইরে নেসলে পণ্য বিক্রির লক্ষ্যে শ্রীলঙ্কাকে একটি উপযুক্ত বাজার হিসেবে দেখছে।

৯ জুলাই, সোমবার এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু ও শ্রীলঙ্কার হাই কমিশনার হিজ এক্সসিলেন্সি ক্রিসান্থে ডি সিলভা।
বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের সভাপতি মো. মাহফুজুল হক, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেহজাদ মুনিম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ নিজাম উদ্দিন, ডিরেক্টর, হালাল ডিপার্টমেন্ট, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবং গ্লোবাল ব্যাংকিং ও অ্যাক্টিং সিইও প্রধান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালীন সময়, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু বলেন, ‘আমার বিশ্বাস, নেসলে বাংলাদেশের পণ্যের সুনাম আমাদের দেশে এবং দেশের বাহিরে ছড়িয়ে রয়েছে যা এই বিপুল বিদেশি বাজারকে আয়ত্ত করতে ইতিবাচক ভূমিকা পালন করছে। এই রফতানি আমাদের দেশের জন্য একটি মাইলস্টোন হিসেবে গণ্য হবে।’

নেসলে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা বলেন, ‘আমরা আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি অনুযায়ী, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশে বিনিয়োগ চালিয়ে যাব। আমরা ব্যবসা বৃদ্ধি করতে এবং বাংলাদেশে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করতে চাই।’

শ্রীলঙ্কার হাই কমিশনার হিজ এক্সসিলেন্সি ক্রিসান্থে ডি সিলভা তার মতামত পোষণ করে বলেন, ‘নেসলে বাংলাদেশ লিমিটেডের এই একক উদ্যোগটি শ্রীলঙ্কান ও বাংলাদেশি মানুষের মধ্যে একটি সুস্থ ও শক্তিশালী সম্পর্ককে সুনিশ্চিত করে তুলবে।’

নেসলে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা, প্রধান অতিথি ও বিশেষ অতিথির সাথে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এই রফতানিটি নেসলের জন্য বাংলাদেশের যাত্রায় একটি নতুন অধ্যায় হিসাবে চিহ্নিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com