প্রত্যন্ত এলাকার মানুষের পাশে সেনাবাহিনী

প্রত্যন্ত এলাকার মানুষের পাশে সেনাবাহিনী

প্রত্যন্ত এলাকার মানুষের পাশে সেনাবাহিনী
প্রত্যন্ত এলাকার মানুষের পাশে সেনাবাহিনী

সৈকত হাসান, খাগড়াছড়ি : প্রত্যন্ত দুর্গম অ লের চক্ষু রোগীদের সেবা দিতে মেডিকেল ক্যাম্পেইন করেছে খাগড়াছড়িতে সেনা রিজিয়ন। মহান স্বাধীনতার মাস উপলক্ষ্যে রোববার(১০ র্মাচ) সকালে খাগড়াছড়ি রিজিয়ন মিলায়াতনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। এতে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো.আহামার উজ্জামান,চট্টগ্রাম লাইন্স হাসপাতালের ডা.হাবিব,খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো.রফিকুল আলম, সিভিল সার্জন মো.ইদ্রিস মিয়া।

এসময় সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক বলেন, সেনাবাহিনী সব সময় মানুষের কল্যাণে কাজ করছে।অতীতের মতো পাহাড়ে নিরাপত্তা স্থাপনের পাশাপাশি মানবিক সহযোগীতায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

পরে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হামিদুল হকমেডিকের ক্যাম্পের চিকিৎসা সেবা পরিদর্শন করেন। লায়ন চক্ষু হাসপাতাল,চট্টগ্রাম, সিভিল সার্জন, খাগড়াছড়ি ও ৫ ফিল্ড এ্যাম্বলেন্সের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৩শ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া অপারেশন উপযোগী রোগীদের রিজিয়ন ব্যবস্থাপনায় লায়ন হাসপাতাল,চট্টগ্রামে। চিকিৎসা সেবা দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com