লোকালয় ২৪

প্রতি রবিবার আড়াই হাজার কুকুরকে ভাত-মাংস খাওয়ান তিনি!

প্রতি রবিবার আড়াই হাজার কুকুরকে ভাত-মাংস খাওয়ান তিনি!

লোকালয় ডেস্কঃ বিজয় পেশায় একজন ভ্যানচালক। তার আরও একটি পরিচয় আছে। তিনি কুকুর প্রেমিক মানুষ। কুকুরের প্রতি তার অন্যরকম ভালোবাসা এক বিরল দৃষ্টান্তের জন্ম দিয়েছে। তার উপার্জনের টাকা থেকে পথকুকুরদের প্রতিদিন ১০ থেকে ২০টি করে সন্দেশ, দুপুরে মাংস–ভাত খাওয়ান।

ভারতের সোদপুর গির্জাবাজারের বাসিন্দা বিজয়। এই কুকুরপ্রেমের জন্য তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন।

প্রতি রবিবার সকালে ৩০০ কেজি চাল, ১৫০ কেজি মুরগির মাংস কিনে রান্না করেন বিজয়। তারপর ভ্যানে করে সেই রান্না করা খাবার নিয়ে পানিহাটি পৌরসভার ১, ২, ৩, ৪, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের আড়াই হাজার পথকুকুরকে খাওয়ান। তিনি শুধু কুকুরদের খাওয়ানই না, নিজের হাতে তাদের চিকিৎসাও করেন।

আর  কুকুরদের খেতে দেওয়া হয় শালপাতার থালায়। সঙ্গে থাকে মালসা–ভরা পানি।

বিজয় জানান, মানুষ বেঈমানি করলেও কুকুর করে না। কুকুরদের ওপর নির্মম অত্যাচার বন্ধ করতে কড়া আইনও চান তিনি।