লোকালয় ২৪

প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের দল আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সমাবেশ করার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করতে কর্তৃপক্ষ থেকে অনুমতি চাওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। এদিকে, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট বুধবার সকাল ১১টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া মাহফিল হবে বলে জানান রিজভী।

এছাড়া সারাদেশে জেলা-উপজেলায় খালেদা জিয়ার দীর্ঘায়ু ও আশু রোগ মুক্তি কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাবন্দী রয়েছেন।

১৯৯১ সাল থেকে ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করে এলেও জন্মতারিখ নিয়ে অনেক বিতর্ক রয়েছে এমনকি জন্মসাল নিয়েও। এদিকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যা করায় দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করবে জাতি। ইউএনবি।