লোকালয় ২৪

প্রতিবন্ধী শিশুদের জন্য স্কুল

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার প্রতিবন্ধী শিশুদের জন্য ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে কাঁঠালিয়া প্রতিবন্ধী স্কুল। পড়ালেখার পাশাপাশি এখানে শিশুরা শিখছে নাচ, গান।

সম্প্রতি বিদ্যালয় ঘুরে দেখা যায়, মায়েদের হাত ধরে শিশুরা এখানে পড়তে আসছে।

জানা যায়, বিভিন্ন ধরনের মোট একশ ২৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে এখানে। স্কুলটিতে পড়াশোনার পাশাপাশি ব্যায়াম ও বিনোদনের ব্যবস্থা রয়েছে। বিশেষ এই শিশুদের বিদ্যালয়মুখী করতে রয়েছে নাচ-গানের ক্লাস।

২০১৫ সালে স্থানীদের সহায়তায় প্রতিবন্ধিদের মানসিক বিকাশ ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে উপজেলার বীণাপানি গ্রামে স্কুলটি প্রতিষ্ঠা করেন স্থানীয় সাংবাদিক ও শিক্ষক শহীদুল ইসলাম।

শহিদুল ইসলাম বলেন, “স্কুলে কিছু সংকট রয়েছে। তবে সংকট আর সীমাবদ্ধতা থাকলেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আন্তরিকতার কমতি নেই এখানে।”