পুলিশ পিটিয়ে কারাগারে নৌবাহিনীর সদস্য

পুলিশ পিটিয়ে কারাগারে নৌবাহিনীর সদস্য

পুলিশ পিটিয়ে কারাগারে নৌবাহিনীর সদস্য
পুলিশ পিটিয়ে কারাগারে নৌবাহিনীর সদস্য

নড়াইল- নড়াইলের লোহাগড়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে মারধর করেছেন নৌবাহিনীর এক সদস্য। নৌবাহিনীর ওই সদস্যকে পরে পুলিশ আটক করে।

সোমবার (০১ এপ্রিল) দুপুরে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে এইসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক নৌবাহিনীর ওই সদস্যের নাম গোলাম রসুল শেখ জনি (২৪)। তিনি চট্টগ্রামে নৌবাহিনীতে রেডিও অপারেটর জেনারেল পদে কর্মরত এবং লোহাগড়া পৌর এলাকার পারছাতড়া গ্রামের আজিবর শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নৌবাহিনীর সদস্য গোলাম রসুল শেখের ছোটবোন ওই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সোমবার প্রথম দিনের পরীক্ষা চলাকালে দুপুর পৌনে ১টার দিকে গোলাম রসুল পরীক্ষা কেন্দ্রে বেআইনিভাবে প্রবেশ করতে যান। এ সময় দায়িত্বরত লোহাগড়া থানার উপ-পরিদর্শক(এসআই) শাফায়েত তাকে বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে নৌবাহিনী সদস্য ওই এসআইকে কিল-ঘুষি লাথি মেরে আহত করেন। এ সময় উপস্থিত জনতা ও অন্য পুলিশ সদস্যরা এসে জনিকে আটক করে। পরে তাকে লোহাগড়া থানায় নিয়ে যাওয়া হয়।

নৌবাহিনীর সদস্য জনি জানান, পরীক্ষা শেষে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে গেলে ওই এসআই আমাকে বাধা দেন। কথা কাটাকাটি হলে পুলিশ আমাকে আটক করে থানায় নিয়ে যায়।

লোহাগড়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. মহাব্বত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তাকে থানায় নিয়ে গেছে।

লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান,পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার কাজে বাধা দেওয়ায় জনি নামে একজনকে আটক করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com