লোকালয় ২৪

পুলিশকে লাইসেন্স সাথে রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : যে সব পুলিশ সদস্য গাড়ি চালানোর দায়িত্ব পালন করেন, তাদেরকে লাইসেন্স সঙ্গে রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়।

বৃহস্পতিবার সকাল থেকে দুই সহপাঠীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে বিচার চেয়ে আন্দোলন করছে রাজধানীসহ দেশের বিভিন্ন বড় শহরের শিক্ষার্থীরা। এ সময় তারা যে কোনো গাড়ির লাইসেন্স আছে কিনা তা জানতে চাচ্ছে। কোনো গাড়ির লাইসেন্স না থাকলে সব গাড়ি তারা আটকে দিচ্ছে।

এর মধ্যেই ঢাকা মহানগর পুলিশের কার্যালয় থেকে পুলিশ সদস্যদের লাইসেন্স সঙ্গে রাখার নির্দেশনা দেয়া হলো।

গত রোববার রাজধানীর কুর্মিটোলা এলাকায় জাবালে নূর পরিবহনের দুটি বাস নিজেদের মধ্যে রেস করার এক পর্যায়ে বাসের জন্য অপেক্ষারত শিক্ষার্থীর উপর উঠে যায়। এত ঘটনাস্থলে দুজন শিক্ষার্থীর মৃত্যু হয় এ নয়জন আহত হয়।

এ ঘটনার পর থেকেই দোষী বাস চালকের বিচার চেয়ে আন্দোলন করছেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। একই সাথে তারা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগও দাবি করছেন।