লোকালয় ২৪

পুতিনের সঙ্গে বৈঠক: প্রবল চাপের মুখে সিদ্ধান্ত পাল্টালেন ট্রাম্প!

পুতিনের সঙ্গে বৈঠক: প্রবল চাপের মুখে সিদ্ধান্ত পাল্টালেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে প্রবল রাজনৈতিক চাপের মুখে সিদ্ধান্ত পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এ দুই নেতার পরবর্তী বৈঠক শিগগিরই হচ্ছে না। বুধবার এমন আভাস দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

 

জন বোল্টন বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে বিলম্ব হওয়ায় ট্রাম্প ও পুতিনের পরবর্তী বৈঠক পিছিয়ে যাচ্ছে। তাদের সম্ভাব্য বৈঠকটি আগামী বছরের আগে হচ্ছে না।’

 

এ বিষয়ে ট্রাম্পের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিষ্পত্তি হওয়ার পর সুন্দর পরিবেশে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এটি নতুন বছরের প্রথম দিকে হতে পারে।’

 

তদন্তের মাধ্যমে ট্রাম্প ‘কলঙ্কমুক্ত’ হবেন বলে আশা করেন বোল্টন। তবে কবে নাগাদ এ তদন্ত শেষ হবে তা ঠিক নেই বলে জানিয়েছেন তদন্তে নিযুক্ত বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার।

 

প্রসঙ্গত, গত ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ট্রাম্প-পুতিন বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ট্রাম্প বলেছিলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরি আরেক দফা বৈঠকে বসবেন তিনি। কিন্তু হেলসিংকি বৈঠক নিয়েই দেশে ফিরে ব্যাপক চাপের মুখে পড়েন ট্রাম্প।