লোকালয় ২৪

পুতিনকে আমন্ত্রণ জানিয়েছে হোয়াইট হাউস!

পুতিনকে আমন্ত্রণ জানিয়েছে হোয়াইট হাউস!

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউস।

শুক্রবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন বোল্টন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য দেন।

এ বিষয়ে জন বোল্টন বলেন, আমরা প্রেসিডেন্ট পুতিনকে ওয়াশিংটনে আসার আমন্ত্রণ জানিয়েছি।

তবে রুশ প্রেসিডেন্ট হোয়াইট হাউসের এ আমন্ত্রণ গ্রহণ করেছে কি-না, তা এখনও জানা যায়নি।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন কয়েকবার বৈঠক করলেও দ্বি-পাক্ষিক বৈঠকে বসেছেন মাত্র একবার। বৈঠকটি চলতি বছরের জুলাইয়ে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত হয়েছিল।

তবে হেলসিংকির ওই বৈঠকের পর নিজ দেশে বিরোধীদের তোপের মুখে পড়েন ট্রম্প। এমনকি তার নিজ দলের অনেকেই তার সমালোচনা করেন।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক বিশ্ব কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। তাছাড়া মার্কিন নির্বাচন নিয়ে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠার কারণে হোয়াইট হাউসের এ আমন্ত্রণের গুরুত্ব আরও বেড়ে গেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যদের দাবি- ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতিয়ে দিতে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। তবে রাশিয়া এরকম অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে আসছে।