লোকালয় ডেস্কঃ পাহাড়ে শান্তি বিনষ্টকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অচিরেই পাহাড়ে শান্তি ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শনিবার বাংলা এডাডেমিতে ‘গৌরব ৭১’ শীর্ষক আলোচনা,গ্রন্থের মোড়ক উন্মোচন এবং মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাহাড়ে এখন অশান্তি বিরাজ করছে। এর আগেও দীর্ঘদিন পাহাড়ে অশান্তি ছিল। ১৯৯৭ সালে শেখ হাসিনার নেতৃত্বে শান্তিচুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী পাহাড়িদের জন্য অনেকগুলো উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়। সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। পাহাড়ে যারা সন্ত্রাসী কার্মকাণ্ড করছে তাদের শিগগিরই খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। আমাদের দেশের জনগণ খুব ভালো। তারা জঙ্গি সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। পাহাড়ে হতাহতের ঘটনায় যারা জড়িত তাদেরও প্রশ্রয় দেওয়া হবে না।’