লোকালয় ২৪

পাকিস্তান সীমান্তে ১৪ ইরানি সেনাকে অপহরণ

পাকিস্তান সীমান্তে ১৪ ইরানি সেনাকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্কঃ  পাকিস্তানসংলগ্ন সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তানের লুলাকদান এলাকা থেকে ইরানি নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য সন্ত্রাসীদের হাতে অপহৃত হয়েছেন।

১৬ অক্টোবর, মঙ্গলবার সন্ত্রাসীরা ওই ১৪ ইরানি সীমান্তরক্ষীকে পাকিস্তানে নিয়ে যায় বলে পাকিস্তানি সংবাদমাধ্যম টাইমস অব ইসলামাবাদের এক প্রতিবেদনে বলা হয়।

অপহৃত নিরাপত্তা সদস্যদের মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজ সদস্য ও সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য রয়েছেন।

এ ঘটনার জন্য বিদেশি শক্তিগুলোর সমর্থনপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড। একই সঙ্গে বন্দী সেনা সদস্যদের উদ্ধারে সহায়তায় পাকিস্তান কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

পার্স টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল এক টুইটার বার্তায় অপহরণের দায় স্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বাহরাম কাসেমি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেন, অবিলম্বে ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার করতে পাকিস্তান প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে তেহরান আশা করছে।