লোকালয় ২৪

পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৯৭

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  পাকিস্তানে আবাসিক এলাকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা আরো বেড়েছে। প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এই ঘটনায় ৯৭ জনের মৃত্যু ও দুই আরোহীর বেঁচে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শুক্রবার ৯৯ আরোহী নিয়ে বিমানটি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে করাচি মডেল কলোনির ওপর বিধ্বস্ত হয়। তবে আবাসিক এলাকাটির কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

করোনাভাইরাস লকডাউনের মধ্যে ঈদুল ফিতর সামনে রেখে সম্প্রতি বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের লাহোর থেকে ছেড়ে যায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এ৩২০ মডেলের বিমানটি। করাচি বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে এটি হয়। ঘটনাস্থলের যেসব ছবি সামনে এসেছে তাতে আবাসিক এলাকাটির বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র মিরান ইউসুফ জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় ৯৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে। আর অলৌকিকভাবে বেঁচে গেছেন বিমানের দুই আরোহী। এদের একজন ব্যাংক অব পাঞ্জাবের প্রেসিডেন্ট জাফর মাসুদ। অপরজনের নাম জুবায়ের বলে জানান তিনি।

মিরান ইউসুফ জানান, নিহতদের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। শুক্রবার রাত পর্যন্ত ১৯টি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার কথা জানান তিনি। নিহতদের মধ্যে ৬০টি মরদেহ করাচির জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল সেন্টারে (জেপিএমসি), এবং ৩২টি সিভিল হাসপাতালে নেয়া হয়েছে। পাঁচটি মরদেহ তখনও খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।