লোকালয় ২৪

পাকিস্তানে ট্রেনের ধাক্কায় মিনিবাসে থাকা ২০ শিখ তীর্থযাত্রী নিহত

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  পাকিস্তানের পাঞ্জাবে খোলা একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মিনিবাস আরোহী ২০ শিখ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো অন্তত আটজন আহত হয়েছেন।

গতকাল ৩ জুলাই, শুক্রবার পাঞ্জাব প্রদেশের শেখুপুরায় ফারুকাবাদ স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।

হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা শিখ তীর্থস্থান নানকানা থেকে পেশোয়ারের যাচ্ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, মিনিবাসটি যখন ফারুকাবাদ স্টেশনের কাছে একটি খোলা রেলক্রসিং পার হচ্ছিল তখন করাচি থেকে লাহোরগামী হুসেন এক্সপ্রেস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে অন্য পাঁচ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় গেটবিহীন ক্রসিংটিতে কোন প্রহরীও ছিলনা বলে জানা গেছে।

এ ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ। হতাহতদের জন্য শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।