লোকালয় ২৪

পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের নাটকীয় জয়

http://lokaloy24.com

লোকালয় ডেস্ক:পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয় জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের চতুর্থ দিনে তারা সফরকারীদের হারিয়েছে ১ উইকেটে। তাও আবার বোলারদের ব্যাটে ভর করে।

পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের ব্যাটসম্যানরা ‍সুবিধা করতে পারেননি। মিডল অর্ডারে রোস্টন চেজ ও জার্মেইন ব্লাকউড লড়াই চালিয়ে গেলেও তাদের আউটের পর উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। যখন তাদের অষ্টম উইকেটের পতন ঘটে তখনও জেতার জন্য ২৬ রান প্রয়োজন ছিল। আর নবম উইকেট যখন পড়ে তখনও জেতার জন্য দরকার ছিল ১৬ রান। সেখান থেকে কেমার রোচ ও সিলস ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে দশম উইকেটে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। রোচ ৫২ বল খেলে ২ চারে ৩০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৩ বল খেলে ২ রানে অপরাজিত থাকেন সিলস।