সংবাদ শিরোনাম :
পাঁচ নয়, রোনালদোর চ্যাম্পিয়নস লিগ তিনটি!

পাঁচ নয়, রোনালদোর চ্যাম্পিয়নস লিগ তিনটি!

পাঁচ নয়, রোনালদোর চ্যাম্পিয়নস লিগ তিনটি!
পাঁচ নয়, রোনালদোর চ্যাম্পিয়নস লিগ তিনটি!

খেলাধুলা ডেস্কঃ রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ হিসেবে কোনো ভুল নেই। এক দশকের মধ্যেই সবগুলো ঘটেছে বলে কর গুনেও দেখার দরকার নেই। কিন্তু একজন অন্তত এ তত্ত্বে বিশ্বাসী নন। অ্যাটলেটিকো মাদ্রিদ সভাপতি এনরিকে কেরেজোর বিশ্বাস, পাঁচ নয় তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোনালদো।

শুরুটা রোনালদোই করেছেন। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে হেরেছে জুভেন্টাস। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ ব্যবধানে হারেও অবশ্য রোনালদোর আত্মবিশ্বাসে চিড় ধরেনি। হারের পরও অ্যাটলেটিকোকে একরকম তাচ্ছিল্যই করেছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা একবার নয় দু-দুবার অ্যাটলেটিকোকে বুঝিয়ে দেন, চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে তাঁর ধারে কাছেও নেই অ্যাটলেটিকো।

দর্শকের দুয়োর জবাব দিতে হাতের পাঁচটি আঙুল দেখিয়ে জুভ তারকা বুঝিয়ে দেন, পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছি তোমরা কটি জিতেছ? ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় ওয়ান্ডা মেট্রোপলিতানোর মিক্সড জোনেও একই আচরণ করেন রোনালদো। স্টেডিয়াম ছাড়ার সময় হাতের পাঁচ আঙুল দেখিয়েছেন পরে হাত বন্ধ করে শূন্য বুঝিয়েছেন। ইঙ্গিতটা পরিষ্কার, ‘আমার পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা আছে। অ্যাটলেটিকোর একটাও নেই।’

এমন কথা আর যে ক্লাবই গিলুক, অ্যাটলেটিকো গিলবে না। ক্লাব সভাপতি কেরেজোর জবাবটাও বেশ, ‘আমার চোখে সে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জেতেনি, জিতেছে তিনটি। অ্যাটলেটিকোর বিপক্ষে সে যে দুটি জিতেছে সেগুলোতে ওর অবদান ছিল না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com