পশ্চিমবঙ্গে আম্ফানের তাণ্ডবে মৃত্যু বেড়ে ৮০

পশ্চিমবঙ্গে আম্ফানের তাণ্ডবে মৃত্যু বেড়ে ৮০

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  ভারতের পশ্চিমবঙ্গে অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে।

ঝড়ের তাণ্ডবে বাড়িঘড়ের পাশাপাশি রাস্তায় উপড়ে পড়েছে গাছপালা। ধ্বংসযজ্ঞ সরাতে পূর্ণদমে ব্যস্ত সময় পার করছেন উদ্ধারকর্মীরা। আকস্মিক বন্যায় অর্ধশতাধিক গ্রাম তলিয়ে গেছে।

মৃতদের মধ্যে কলকাতা বাসিন্দা ১৯ জন এবং রাজ্যের বিভিন্ন জেলার ৬১ জন। দুর্যোগ মোকাবিলায় প্রাথমিকভাবে এক হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে রাজ্য সরকার। এছাড়া মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে আম্ফান। রাজ্যের অন্তত ৫টি জেলা বিপর্যস্ত আর বলা হচ্ছে ক্ষয়ক্ষতির তীব্রতা ঘূর্ণিঝড় আয়লার থেকেও বেশি।

আম্পান তাণ্ডবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি লণ্ডভণ্ড হয়েছে কলকাতাও। এ অবস্থায় মুখ্যমন্ত্রী মমতার আহ্বানে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com