লোকালয় ২৪

পর্যটন দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮২

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৮২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শত শত মানুষ। সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এক সপ্তাহের ব্যবধানে ওই এলাকায় দ্বিতীয় বারের মতো ভূমিকম্প আঘাত হানলো। এর আগে গত ২৯ জুলাই আঘাত হানা ভূমিকম্পে ১৬ জন নিহত হন।

 

রবিবার রাতের এ ভূমিকম্পের সময় রেকর্ড হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভূ কম্পন শুরু হলে পার্শ্ববর্তী দ্বীপের লোকজন আতংকে বাড়িঘর থেকে বেরিয়ে ছুটোছুটি করছে।

 

ইন্দোনেশিয়ার দেয়া তথ্যমতে ভূমিকম্প ছিল ৭ মাত্রার। তবে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে এর মাত্রা ছিল ৬.৯। ভূ-কম্পনটির কেন্দ্র ছিল ভূ-গর্ভের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা তুলে নেয়া হয়। এপি, ইউএনবি।