পর্তুগাল বিএনপির সভাপতি মাফিয়া ওলিউর দু’পুত্র ও সহোদর সহ পর্তুগাল পুলিশের খাঁচায় বন্দী

পর্তুগাল বিএনপির সভাপতি মাফিয়া ওলিউর দু’পুত্র ও সহোদর সহ পর্তুগাল পুলিশের খাঁচায় বন্দী

 স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জ উপজেলার কালাভর পুর গ্রামের কৃষক আব্দুস শহিদের পুত্র আলোচিত ১ সন্তানের জনক দিলবার হোসেন(২৮) হত্যা মামলার প্রধান পলাতক আসামী ওলিউর চৌধুরী মাফিয়া সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে  তিনি দু’পুত্র ও তার ভাই সহ  পর্তুগাল পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন৷ সূত্র জানায়, ওলিউর চৌধুরী মাফিয়া সন্ত্রাসীদের সাথে যোগ দিয়ে দীর্ঘ দিন যাবত সেখানে  মাফিয়া কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হন এবং
অবৈধ পথে কালো  টাকার দূর্গ গড়ে তোলেন৷  তিনি পর্তুগাল বিএনপির সভাপতি বলেও জানাগেছে৷ ওলিউর  নির্যাতন চালাতেন বাংলাদেশ থেকে পাড়ি জমানো প্রবাসী বাংলাদেশী নীরিহ মানুষদের৷ তাকে ও তার বাহিনীকে দাবীকৃত   টাকা না দিলেই চলতো নির্যাতনের ষ্টিম রোলার৷
 সম্প্রতি তার বিরুদ্ধে এসব অভিযোগের প্রেক্ষিতে পর্তুগাল পুলিশের একটি স্পেশাল টিম তাকে সহ ৪,জনকে গ্রেফতার করেছে৷ এর মধ্যে রয়েছেন তার ভাই আমিনুর চৌধুরী, দুই পুত্র খালেদুর চৌধুরী ও মুকিতুর চৌধুরী৷ তাদের গ্রেফতারের খবরে দেশে বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
জনৈক্য প্রবাসী মুটোফোনে সাংবাদিকদের এসব তথ্য দেন,এবং নাম প্রকাশে অনিচ্ছুক তিনি
 বলেন,পর্তুগাল একটি ইউরোপীয় রাষ্ট্র, ইউরোপের অন্যান্য দেশগুলো গত দশকের আগে থেকে বাংলাদেশিদের কাছে পরিচিত থাকলেও  অন্যান্য দেশে নিয়মিতভাবে বসবাস করার জটিলতার কারণে এবং পর্তুগাল সরকারের সহজ অভিবাসন নীতি পরিপেক্ষিতে বাংলাদেশিদের কাছে পর্তুগাল একটি বন্ধু রাষ্ট্র হিসেবেই  পরিচিত হয়ে ওঠে সবার কাছে৷ ফলে গত দশকে বেশিরভাগ বাংলাদেশি পর্তুগাল গমন করেছেন৷ অভিযোগ রয়েছে,
এই সুযোগে ওলিউর চৌধুরী দীর্ঘদিন যাবৎ আদম পাচারের মাধ্যমে বাংলাদেশ থেকে পর্তুগালগামী লোকজনকে বিভিন্ন লোভনীয় কাজের অপার দেখিয়ে  সেই দেশের নাগরিকত্ব সহ অন্যান্য ইউরোপীয় দেশে  পাঠানোর  প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকার মাধ্যমে  সেখানে নিয়ে নানা ভাবে টাকার জন্য নির্যাতন করতেন৷
 তিনি তার ভাই আমিনুর চৌধুরী, দুই পুত্র খালেদুর চৌধুরী ও মুকিতুর চৌধুরীকে নিয়ে অবৈধ পথে টাকা কামানোর ধান্দায মরিয়া হয়ে উঠেন,  পর্তুগালে পাড়ি জমানো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যাওয়া প্রবাসীদের নানা ভাবে জিম্মি করে মাফিয়া চক্রের মাধ্যমে মানুষকে জিম্মি করে রাখতেন এবং
 লক্ষ লক্ষ টাকা হাতিযে নেন৷ অবৈধ টাকা কামাই করে তিনি দেশে বিদেশে কোটি টাকার সম্পদ অট্রালিকার মালিক বনে যান৷ অবশেষে বিধিবাম সম্প্রতি  তিনি তার ভাই, দুই পুত্র সহ ৪জন মাফিয়া সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে  পর্তুগাল পুলিশের হাতে গ্রেফতার হলে এনিয়ে অনেকেই স্বস্তি ফিরে পেয়েছেন৷ এখবরে দেশ বিদেশ জানাজানি হলে তার জন্মস্থান হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কালাভরপুর সহ আশ পাশ এলাকায়  ব্যাপক তুলপাড় সৃস্টি হয়৷ অনেকেই করছেন এনিয়ে নানা আলোচনা সমালোচনা৷
উল্লেখ্য গত ২৩ মে রাত ৮টায় নবীগঞ্জ উপজেলার কালাভর পুর গ্রামের কৃষক আব্দুস শহিদের ছেলে এক সন্তানের জনক দিলবার হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়৷ এ ঘটনায় নিহতের ভাই সুমন বাদী হয়ে ওলিউর চৌধুরীকে প্রধান আসামী করে মামলা দায়ের করলে সুচতুর ওলিউর তড়িঘড়ি করে বাড়ি থেকে এ্যাম্বুলেন্স যোগে পালিয়ে পর্তুগাল পাড়ি জমান৷ এব্যাপারে দিলবার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সমীরণ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ওলিউর প্রধান আসামী সঠিক তবে তিনি পলাতক ও পর্তুগাল আত্মগোপন করে আছেন বলেই আমাদের কাছে তথ্য রয়েছে৷
এব্যাপারে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের (+351 923 248 112) উক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা  সম্ভব হয়নি৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com