লোকালয় ২৪

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় ৩ ছাত্রীকে পথরোধ করে টানা-হেঁচড়া করতে থাকে বখাটেরা

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় ৩ ছাত্রীকে পথরোধ করে টানা-হেঁচড়া করতে থাকে বখাটেরা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বখাটেদের হাতে লাঞ্ছনার শিকার হয়েছে জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণকারী ৩ ছাত্রী। রোববার দুপুরে ধুনট উপজেলার নলডাঙ্গা তিনমাথা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। ওই ৩ জন এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী দাখিল মাদরাসার ছাত্রী ছিলেন।

জানা যায়, পরীক্ষা শেষে ৩ ছাত্রী অটোরিকশায় বাড়ি ফিরছিলো। পথিমধ্যে বখাটেরা তাদের পথরোধ করে টানা-হেঁচড়া করতে থাকে। অটোরিক্সাচালক সিহাব উদ্দিন ছাত্রীদের রক্ষা করতে গেলে তিনিও বখাটেদের মারধরের শিকার হন। পরে ছাত্রীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

বিলচাপড়ী দাখিল মাদরাসার সহকারী সুপার আব্দুর রহিম জানান, প্রায় সময়ই বখাটেরা ছাত্রীদের যাতায়াতের পথে উত্ত্যাক্ত করছে। বিষয়টি অভিভাবকদের জানানো হয়েছে। এরপরও এ দুঃখজনক ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে।