পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে ডাকা উচিত: কেজরিওয়াল

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে ডাকা উচিত: কেজরিওয়াল

lokaloy24.com

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, পুলিশ কোনোভাবেই এ সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই সেনাবাহিনী ডাকা উচিত।

 সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে উত্তর-পূর্ব দিল্লিতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটছে। এ পরিপ্রেক্ষিতে এ বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ কথা বলেন কেজরিওয়াল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে চলমান সিএএ বিরোধী বিক্ষোভে সংঘর্ষে দিল্লি পুলিশের এক সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। এছাড়া, আরও অনেকে আহত হয়েছেন।

এক টুইটে কেজরিওয়াল বলেন, অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। পরিস্থিতি ভীতিকর। সর্বোচ্চ চেষ্টা করেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বা আস্থা ফিরিয়ে আনতে পারছে না। শিগগিরই ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে কারফিউ জারি করা এবং সেনাবাহিনীকে ডাকা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীকে এ আহ্বান জানিয়ে লিখবো আমি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com