‘পরিবহন ধর্মঘটের’ বিষয়ে কিছুই ‘জানেন না’ মন্ত্রী

‘পরিবহন ধর্মঘটের’ বিষয়ে কিছুই ‘জানেন না’ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ৮ দফা দাবিতে আজ রোববার সকাল ছয়টা থেকে ঢাকাসহ সারা দেশে চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা এ ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কিন্তু সংগঠনটির কার্যকরী সভাপতি নৌমন্ত্রী শাজাহান খানের দাবি, এ ধর্মঘটের বিষয়ে তিনি কিছুই জানেন না।

রোববার সচিবালয়ে নিজ দপ্তর থেকে বের হলে সাংবাদিকরা চলমান পরিবহন ধর্মঘটের বিষয়ে জানতে চান। এ সময় তিনি দাবি করেন, ‘আমি জানি না, আমি কিছু জানি না। আমি এটা নিয়ে কিছুই বলবো না।’

ধর্মঘট ডাকা শ্রমিক সংগঠনে মন্ত্রীর যুক্ত থাকা ও পদের বিষয়টি উল্লেখ করে ফের প্রশ্ন করা হলে নৌমন্ত্রী শাজাহান খান জবাব না দিয়েই চলে যান।

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে পরিবহন ধর্মঘট সকাল ছয়টায় শুরু হয়। চলবে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত।

মন্ত্রীর নেতৃত্বাধীন সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি আদায় না হলে ৩০ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘট ডাকা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com