পরিবহনে নৈরাজ্য: নিজেদের সিদ্ধান্তই মানছেন না বাস মালিকরা

পরিবহনে নৈরাজ্য: নিজেদের সিদ্ধান্তই মানছেন না বাস মালিকরা

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে চুক্তিতে না চালিয়ে মজুরিভিত্তিতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মালিকরা। তারা জানিয়েছিলেন, চালকের সঙ্গে তারা আর চুক্তিতে বাস চালাবেন না। কিন্তু এ ঘোষণার পর তিন পার হলেও এখনো চুক্তিভিত্তিক গাড়ি চলছে রাজধানীর বিভিন্ন সড়কে। ফলে পরিবহনে নৈরাজ্য বন্ধ হয়নি।

তবে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। এটি নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে পরিস্থিতি বদলাবে।

এবিষয়ে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। এখনো যারা চুক্তিভিত্তিক গাড়ি চালাচ্ছে তাদের ছাড় দেয়া হবে না।’

সিদ্ধান্ত না মানায় শনিবার পাঁচটি পরিবহনের সদস্যপদ বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে সিদ্ধান্ত অমান্যকারী সবার সদস্যপদ বাতিল করা হবে। তারপরও এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।’

মালিক সমিতির এ সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আলিফ পরিবহনের চালক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘চুক্তিভিত্তিতে নয়, আমরা দৈনিক মজুরিতে গাড়ি চালাতে চাই। দিন এনে দিন খেয়ে সংসার চলে।’

তবে মাসিক নাকি দৈনিক মজুরিতে চালকরা বেতন পাবেন, তা এখনো স্পষ্ট করেননি পরিবহন মালিকরা। প্রতিদিন সড়কে গাড়ি নামলেও এখনো বেতনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান চালকরা।

উল্লেখ্য, গত বুধবার মালিকপক্ষ জানায়, এখন থেকে দৈনিক চুক্তিতে নয়, মজুরিভিত্তিতে গাড়ি চালাবেন চালকরা। তবে সে সিদ্ধান্ত এখনো পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন পরিবহন মালিক সমিতির নেতারা।

এ বিষয়ে ঢাকা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আমিন ডয়চে ভেলেকে বলেন, ‘পরীক্ষা করে দেখতে আমাদের একাধিক টিম কাজ করছে। আমরা আশা করছি, ১০ দিনের মধ্যে পুরো ঢাকায় এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।’

এদিকে এই মুহূর্তে ট্রাফিক সপ্তাহ পালন করছে পুলিশ। গত পাঁচ দিনে ট্রাফিক আইন অমান্য করায় ৩৮ হাজার ৩২৮টি মামলা হয়েছে। এছাড়া গত চার দিনে ১ কোটি ৮৯ লাখ ৪১ হাজার ৩৪২ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com