পররাষ্ট্রমন্ত্রী: মানবপাচারে কোনো ছাড় দেয়া হবে না

পররাষ্ট্রমন্ত্রী: মানবপাচারে কোনো ছাড় দেয়া হবে না

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  মানবপাচারের ঘটনায় কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমরা মানবপাচার ও অর্থপাচার বন্ধ করতে ব্যাপক চেষ্টা চালাচ্ছি। এ সময় একজন এমপির বিরুদ্ধে কুয়েতে অভিযোগ এসেছে। বিষয়টা অত্যন্ত দুঃখজনক।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবি’র

তিনি বলেন, কুয়েতের বিভিন্ন পত্র-পত্রিকায় লক্ষ্মীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহিদ ইসলাম (পাপুল) এর বিরুদ্ধে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ করা হয়েছে। তবে সে দেশের সরকার আমাদের অফিসিয়ালি কিছু জানায়নি।

তিনি বলেন, কুয়েত সরকার যদি তার বিষয়ে জানায় তবে আমরা আমাদের দেশের নিয়ম অনুয়ায়ী ব্যবস্থা নেব। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ব্যাপারে অর্থাৎ মানবপাচার ও অর্থপাচারের বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলেন। সে যে দলেরই হোক না কেন, তাকে শাস্তি পেতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এই এমপি কোনো সরকারি পাসপোর্ট নিয়ে সে দেশে যাননি। তিনি কুয়েতে ২৯ বছর ধরে ব্যবসা করেন। ওইখানকার একটি কোম্পানির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক তিনি। তিনি কুয়েতের নাগরিক হওয়ায় সে দেশের একজন ব্যবসায়ী হিসেবে গ্রেফতার হয়েছেন।

পাপুলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, কুয়েত সরকারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হলে তা অবশ্যই তদন্ত করে দেখা হবে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালামের সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার নিয়োগের চুক্তির মেয়াদ প্রায় শেষের দিকে। এ মাসেই তার মেয়াদ শেষে তিনি চলে আসবেন। নতুন রাষ্ট্রদূত কে হবেন তাও আমরা চূড়ান্ত করে ফেলেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com