লোকালয় ২৪

পবিত্র আশুরা ২০ আগস্ট

http://lokaloy24.com

লোকালয় ডেস্ক:বাংলাদেশের আকাশে গতকাল সোমবার পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার থেকে পবিত্র এই মাসের গণনা শুরু হবে। সে অনুযায়ী ২০ আগস্ট (শুক্রবার) সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা।

গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। হিজরি মহরম মাসের ১০ তারিখ আশুরায় বাংলাদেশে সরকারি ছুটি থাকে।

এই দিনে মহানবি হজরত মুহাম্মদ (স)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।