লোকালয় ২৪

পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার পেলেন দুই বাংলাদেশি

http://lokaloy24.com/

ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী। চতুর্থ সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ, লেখক ও বাংলাদেশে জাদুঘর আন্দোলনের পথিকৃৎ ড. এনামুল হক। সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে এ পদক দেওয়া হয়।

মোয়াজ্জেম আলীর পক্ষে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন স্ত্রী তূহফা জামান আলী। সশরীরে উপস্থিত থেকে পদ্মশ্রী গ্রহণ করেন ড. এনামুল হক। তাদের হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।

গত বছর সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ ও ড. এনামুল হককে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এ ছাড়া চলতি বছর ‘পদ্মশ্রী’ দেওয়া হয়েছে বাংলাদেশের আরও দুই গুণী ব্যক্তিত্ব সনজীদা খাতুন ও লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীককে। মহামারির কারণে এতদিন পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। অবশেষে সোমবার একসঙ্গে দুই বছরের বিজয়ীদের হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়।