লোকালয় ২৪

পদার্থে নোবেল জিতলেন তিন লেজার বিজ্ঞানী

পদার্থে নোবেল জিতলেন তিন লেজার বিজ্ঞানী

লোকালয় ডেস্কঃ নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনারের মধ্যে আশকিন পাবেন অর্ধেক। আর বাকি অর্ধেক মুরু ও স্ট্রিকল্যান্ড ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মহাকর্ষীয় তরঙ্গ বাস্তবে শনাক্ত করার গবেষণার জন্য রাইনার ভাইস, কিপ এস থর্ন ও ব্যারি বারিশ গত বছর পদার্থে নোবেল পেয়েছিলেন। বুধবার ও বৃহস্পতিবার ঘোষণা করা হবে রসায়ন ও শান্তিতে নোবেল জয়ীদের নাম। আর আগামী ৮ অক্টোবর জানা যাবে এ বছর কে পাচ্ছেন অর্থনীতিতে নোবেল পুরস্কার।

বাছাই কমিটির একজন সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর তার পদত্যাগের দাবিকে কেন্দ্র করে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করা হয়েছে।