কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট নড়াইল জেলা দল কুষ্টিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে । খেলার প্রথমার্ধের ১১ মিনিটের সময় কুষ্টিয়া দলের বিপ্লব গোল করে দলকে এগিয়ে নেন । দ্বিতীয়াধের ১৩ মিনিটের সময় নড়াইল দলে বিদেশি খেলোয়াড় পোস্ত গোল পরিশোধ করেন । দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে নড়াইল দলের শরিফুল গোল করে ব্যবধান বাড়ান । কুষ্টিয়া জেলা দল গোল পরিশোধে আপ্রাণ চেষ্টা করে পারেনি । তবে খেলার পরিচালক শামীম আকবর খান তার নামে প্রতি সুবিচার করতে পারেন নি । যেখানে স্বাগতিক নড়াইল দল প্রতিপক্ষ সেখানে কুষ্টিয়ার খেলোয়াড়েরা নড়াইলের রেফারি খেলা পরিচালনা করায় আপত্তি ছিল । খেলাধূলার বৃহত্তর স্বার্থে কুষ্টিয়া দল খেলতে রাজি হয় । কিন্তু তার পক্ষপাতদুষ্ট কিছু সিদ্ধান্ত কুষ্টিয়াসহ দর্শকেরা মেনে নিতে পারেননি । আগামি ১৩ মে নড়াইল জেলা দল দ্বিতীয় সেমিফাইলে খেলবে ঢাকা ব্রাসাস ইউনিয়নের সঙ্গে।।