কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা মালিককে অর্থদন্ড করা হয়েছে। বুধবার (১৬ মে) বিকালে উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর গ্রামে অবৈধ ভাবে গড়ে ওঠা ড্রাম চিমনির ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদন বিহীন ড্রাম চিমনি ব্যবহার করে শিয়রবর গ্রামের আবুল হাসান সুরমা ব্রিক্স নাম ব্যবহার করে ইট প্রস্তত করে পোড়াচ্ছেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে ড্রাম চিমনি ফেলে দেওয়া হয়।
পরে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন ইট প্রস্তত ও ইটভাটা নিয়োন্ত্রন আইন ২০১৩ এর ৬ ধারায় ইটভাটা মালিক আবুল হাসানকে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।