সংবাদ শিরোনাম :
নৌমন্ত্রী: হাসির জন্য আমি দুঃখিত ও লজ্জিত

নৌমন্ত্রী: হাসির জন্য আমি দুঃখিত ও লজ্জিত

দুঃখ প্রকাশ করে ভুল স্বীকার করেছেন নৌ-মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক : বেপরোয়া বাসের চাপায় রাজধানীর রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হাসি মুখে বক্তব্য দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে ভুল স্বীকার করেছেন নৌ-মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান। আজ ৩১ জুলাই, মঙ্গলবার মতিঝিলে বিসিআইসি মিলনায়তনে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

শাহজাহান খান বলেন, ‌‘ওই দিনের হাসির জন্য আমি দুঃখিত ও লজ্জিত। এতে যারা আহত হয়েছেন তাদের বিষয়টি ক্ষমাসুন্দরভাবে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সেদিন আমরা সবাই খুব উৎফুল্ল ছিলাম। কারণ ৬৮ বছর পর আমরা মংলা বন্দরের জন্য ক্রেন কিনেছি। ওখানে চুক্তি স্বাক্ষর হচ্ছিল। সেখানে বক্তৃতার সময় আমি খুব হাসিমুখে কথা বলেছিলাম।’

তিনি বলেন, ‘সে সময় আমি স্বাভাবিকভাবেই সাংবাদিকদের বললাম, ‘আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এক সাংবাদিক তখন দুর্ঘটনার বিষয়ে জানতে চায়। বিষয়টি আমার জানা ছিল না। তারপরেও কিছু কথার পরিপ্রেক্ষিতে নানাভাবে কথা বলানোর চেষ্টা করে। তখন আমি কিছুটা হাসিখুশিভাবে কথা বলেছি। এর জন্য আমি দুঃখিত ও লজ্জিত। এতে যারা আহত হয়েছেন তাদের বিষয়টি ক্ষমাসুন্দরভাবে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

‘সড়কে দুর্ঘটনা ঘটালে মন্ত্রী সব সময় চালকদের পক্ষ নেন’ এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘দুর্ঘটনার ক্ষেত্রে আমি শুধু ড্রাইভারদের পক্ষ নেই, এটি ঠিক নয়। যে ভুল করবে, অন্যায় করবে তার সাজা তাকে পেতে হবে। এটি আগেও বলেছি, এখনও বলছি।’

এর আগে অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্ট মাস ও বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় মন্ত্রী শাহজাহান খানও অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল মোর্শেদ বীরবিক্রম, বিদ্যুৎ শ্রমিকলীগের সিবিএ নেতা জহিরুল ইসলাম এবং বিআইডব্লিওটিএ’র সিবিএ সভাপতি মহসিন ভূইয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com