নৌমন্ত্রী বললেন, ভারতে কোনো আলোচনা হয় না শুধু বাংলাদেশেই

নৌমন্ত্রী বললেন, ভারতে কোনো আলোচনা হয় না শুধু বাংলাদেশেই

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ।

অনলাইন ডেস্ক : রাজধানীর কুর্মিটোলা এলাকায় বিমানবন্দর সড়কে আজ রোববার একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানবন্দর সড়কের হোটেল রেডিসনের বিপরীত দিকে অপেক্ষারত একদল কলেজ শিক্ষার্থীর ওপর যাত্রীবাহী জাবালে নূর বাস উঠিয়ে দেয়ায় ওই দুই শিক্ষার্থী প্রাণ হারান। এ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ভারতে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যায় কিন্তু সেখানো কোন আলোচনা হয় না। আলোচনাটা শুধু বাংলাদেশেই হয়।’

কুর্মিটোলায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেছেন- ‘আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রতি ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ১৬ জন মারা যায়। কিন্তু সেখানে এতো আলোচনা হতে দেখি না। দুর্ঘটনায় আলোচনাটা শুধু বাংলাদেশেই হচ্ছে।’ শাস্তির বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে যতটুকু অপরাধ করবে, তার শাস্তি ততটুকুই হবে। সেই শাস্তি নিয়ে বিরোধিতা করার সুযোগ নেই।’

সড়ক দুর্ঘটনার পর সাংবাদিকরা রোববার সচিবালয়ে নৌমন্ত্রীর কাছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষনেতা হিসেবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান। গণমাধ্যমকর্মীরা বলেন, ‘আপনার নিয়ন্ত্রিত পরিবহন শ্রমিক সংগঠনের বাসগুলোর প্রতিযোগিতায় রাজধানীতে দুর্ঘটনার হার আশঙ্কাজনকহারে বেড়েছে। প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছেন, আহত হচ্ছেন কিংবা পঙ্গুত্ব বরণ করছেন। এসব ঘটনার দায় শ্রমিক সংগঠনগুলো এড়াবে কিভাবে?’

তখন মন্ত্রী হাসতে হাসতে বলেন- ‘প্রোগ্রামের সঙ্গে বিষয়টি কিন্তু সম্পর্কিত না। গতকালও ভারতের মহারাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় ৩৩ জন প্রাণ হারিয়েছেন। এগুলো নিয়ে বাংলাদেশে যেভাবে কথা বলা হয়, ওখানে কেউ এভাবে বলে না। শুধু এইটুকুই বলছি, যতটুকু অপরাধ করবে, তার শাস্তি সেভাবেই পাবে। এ বিষয়ে পরে আরো আলোচনা হবে। মোংলা বন্দর নিয়ে কিছু জানতে চাইলে বলেন।’

আজই নৌপরিবহন মন্ত্রণালয়ে মোংলা বন্দর কন্টেইনার লোডিং-আনলোডিং কার্যক্রম বেগবান করতে মোবাইল হার্বার ক্রেন সংগ্রহ সংক্রান্ত এক চুক্তি হয়েছে। চুক্তি প্রসঙ্গে মন্ত্রী জানান, ‘মোংলা বন্দরের হারানো ঐতিহ্য উদ্ধার করা হয়েছে। এটির আধুনিকায়নের জন্য আমরা পশুর নদ ড্রেজিংয়ের কাজ শুরু করবো। মালামাল অল্প সময়ের মধ্যে পরিবহনের জন্য ৪২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে জার্মানির ক্রেন মোবাইল হার্বার আনা হচ্ছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com