সংবাদ শিরোনাম :
নৌকা হচ্ছে জনগণের প্রতীক: এমপি আবু জাহির

নৌকা হচ্ছে জনগণের প্রতীক: এমপি আবু জাহির

নৌকা হচ্ছে জনগণের প্রতীক: এমপি আবু জাহির
নৌকা হচ্ছে জনগণের প্রতীক: এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়েই মহান স্বাধীনতা অর্জনের বীজ বপন হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। বাঙালি জাতির জীবনে ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ইতিহাস সম্পর্কে ভবিষ্যত প্রজন্মকে অবগত করতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার বিকেলে লাখাই উপজেলার বুল্লা বাজারের পাশ^বর্তী মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, নৌকায় ভোট দেয়ার মধ্য দিয়ে অর্জিত হয়েছিল মহান স্বাধীনতা। দীর্ঘদিন পর এই নৌকায় ভোট দেয়ার মাধ্যমেই জনগণ ফিরে পেয়েছে তাদের ভোটের অধিকার। এতেই প্রমাণিত হয় নৌকা জনগণের প্রতীক। তিনি বলেন, ১০ বছর পূর্বে জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করেছিল। পরবর্তীতে আমাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি উন্নয়নের মহাসড়কে। ভবিষ্যতেও জনগণের ভোটের মর্যাদা রক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন ইনশাল্লাহ। এছাড়া আগামী দিনে গত ১০ বছরের মতো লাখাই উপজেলায়ও উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা আগামী দিনে এডভোকেট মুশফিউল আলম আজাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু’র সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী এডভোকেট মুশফিউল আলম আজাদ, সহ সভাপতি নুরুল হক নূর, শরীফ উদ্দিন তালুকদার, জ্যোতিষ পাল, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু, আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া, ফজলে এলাহী মোঃ ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, মোঃ মাহফুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, কারাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, মোঃ বাদশাহ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম মাহফুজ, হাজী ইসহাক মিয়া, আব্দুল কুদ্দুছ, হাজী আবুল কালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, আব্দুল মজিদ মেম্বার, মাসুক মিয়া তালুকদার, আব্দুর রহমান, সরদার ওমর ফারুক, সরদার আব্দুর রহমান, সরদার আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, হাজী রুকন উদ্দিন মেম্বার, সালাহ উদ্দিন সুমন, আব্দুল কুদ্দুছ, খলিলুর রহমান, মোঃ মাসুক মিয়া, সাবেক মেম্বার আতাউর রহমান, আমিরুল ইসলাম আলম, আলেয়া বেগম, আতাউর রহমান, হাফিজুল ইসলাম, এডভোকেট জুনায়েদ তালুকদার, এডভোকেট খোকন গোপসহ বিভিন্ন স্থান থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com