লোকালয় ২৪

নৌকায় ভোট চাইলেন বিসিবি সভাপতি পাপন

নৌকায় ভোট চাইলেন বিসিবি সভাপতি পাপন

লোকালয় ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুলিয়ারচরে বইছে নির্বাচনী হাওয়া। রাজনীতির মাঠে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিয়মিত সভা-সমাবেশ করে যাচ্ছেন কিশোরগঞ্জ-৬ আসন (ভৈরব- কুলিয়ারচর) এর সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

ভৈরব-কুলিয়ারচরের মানুষ তাদের নেতা নাজমুল হাসান পাপনকে কাছে না পেলেও নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিত দেখা পাচ্ছেন তার। দলটি ঈদুল আযহার পর থেকে ভৈরব-কুলিয়ারচরে কর্মী সভাসহ ধারাবাহিক নির্বাচনী জনসভা করে আসছে। যার ফলে অভ্যন্তরীন নেতা-কর্মীদের মাঝে থাকা ব্যাক্তিগত দ্বন্দের অবসান অনেকটাই কমে এসেছে।

আসনটিতে আওয়ামীলীগের একাধিক প্রতিদ্বন্দী প্রার্থীর কথা শুনা গেলেও বেশিরভাগ নেতা কর্মীদের প্রত্যাশা নাজমুল হাসান পাপন পুনরায় সংসদ সদস্য হয়ে ফিরে আসুক ভৈরব- কুলিয়ারচরের মাটিতে। এরই ধারাবাহিকতায় আজ ৩ নভেম্বর শনিবার আগরপুর জে.সি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করেন নাজমুল হাসান পাপন।

সেখানে ভোটারদের নানা প্রত্যাশা আর প্রাপ্তির খবর জানিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন তিনি।