সাগর হোসেন ফিরোজ, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ, ঠাকুরগাও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম (সুজন) বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী ঠাকুরগাঁও-২ আসন্নসহ দেশের সবকটি আসনে নৌকার বিজয় নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। নৌকার বিজয়ের ফলেই প্রধানমন্ত্রী থাকবেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা।
শুক্রবার (৯ নভেম্বর) রাত অনুমানিক ৮টার সময় হরিপুর উপজেলা ভাতুরিয়া ইউনিয়নের মেন্দ্ররগাঁও শিশুডাঙ্গী গ্রামে ১৪০টি বিদ্যুৎ মিটার সংযোগ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শ্রীঃ রামায়ন চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ৬নং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান শাহাজান সরকার, মোসলিম উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ সৈইদুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমজাদ আলী, ভাতুরিয়া ইউনিয়ন আ.লীগের সম্পাদক জয়নাল আবেদিন জনাব, উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ভাতুরিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহরাব হোসেন প্রধান, উপজেলা আ.লীগের উপদেষ্টা ওবাইদুর রহমান মানিক, উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম সরকার, ভাতুরিয়া ইউনিয়ন আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক মতিউর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সেখানে আশপাশের কয়েকটি গ্রামের আরও কয়েক’শ নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে অব্যাহত থাকবে দেশের উন্নয়নের ধারা। তাই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতিকে ভোট চাওয়া শুরু করতে হবে। আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাসী। যে কারণে জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।