লোকালয় ২৪

নোয়াখালীতে পিকআপ উল্টে ৪ নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালীতে পিকআপ উল্টে ৪ নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালী- নোয়াখালীর চৌমুহনীতে একটি দ্রুতগামী পিকআপভ্যান উল্টে চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে ১৫ জন আহত হয়েছেন।

আজ রোববার সকাল ৭টার দিকে বেগমগঞ্জ-ফেনী সড়কের করিমপুর রোড সিঙ্গার শোরুমের সামনে নির্মাণ শ্রমিকবাহী পিকআপভ্যানটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতদের সবার বাড়ি খুলনা ও বাগেরহাটের মোংলায়। তাঁরা সবাই প্রতিদিনের মতো নোয়াখালীর একটি বহুতল ভবনের কাজের জন্য ফেনী থেকে আসছিলেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, সকালে ফেনী থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারের একটি ভবনে ছাদ ঢালাই এর কাজের জন্য ১৯ জন শ্রমিক একটি পিকআপে করে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে পিকআপ ভ্যানটি চৌমুহনী সিঙ্গার শো-রুমের সামনে সিঙ্গার সড়কে একটি রিকশাকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই চৌমুহনী ফায়ার সার্ভিস ও মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত আরো ১৮ শ্রমিককে উদ্ধার করে বেগমগঞ্জ ১০ শয্যাবিশিষ্ট এবং বাকিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে সেখানে যাওয়ার পর আরও তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।