লোকালয় ২৪

‘নেহরুর জন্যই কাশ্মীরের ভাগ পেয়েছে পাকিস্তান’- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

‘নেহরুর জন্যই কাশ্মীরের ভাগ পেয়েছে পাকিস্তান’- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের জন্য ভারতের প্রথম প্রাধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার এক অনুষ্ঠানে সংবিধানের ৩৭০ ধারা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজেপি এই নেতা।

নেহরুকে দায়ী করে তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যদি নেহরু অসময়ে যুদ্ধবিরতি ঘোষণা না করতেন, তাহলে পাক অধিকৃত কাশ্মীরের অস্তিত্ত্ব থাকত না…নেহরু সামলানোর চেয়ে কাশ্মীর সামলাতে পারতেন সর্দার প্যাটেল…রাজাদের অধীনে থাকা রাজ্যগুলি সামলেছেন সর্দার প্যাটেল এবং সেগুলি ভারতের অংশ হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, জওহরলাল নেহেরু জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা দিয়েছিলেন, এবং তার পর থেকেই উপত্যকায় সন্ত্রাসবাদ বাড়তে থাকে।

এসময় সন্ত্রাসবাদের চিত্র তুলে ধরতে তিনি বলেন, ‘৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে, এবং কাশ্মীরী পণ্ডিত, সুফি, এবং শিখদের, ১৯৯০ থেকে ২০০০ –এই ১০ বছরে তাড়িয়ে দেওয়া হয়েছে।’

সংবিধানের ৩৭০ ধারা নিয়ে বিজেপির অবস্থান ব্যাখা করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘৩৭০ ধারা প্রত্যাহারে রাজনীতি দেখছে কংগ্রেস, আমরা এভাবে দেখি না…আমাদের কাছে, এটা জাতীয়তাবাদের বিষয়। “এক দেশ, এক প্রধানমন্ত্রী, এক সংবিধান” নীতিতে বিশ্বাস করে আমার দল।’

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বিজেপি এই নেতা বলেন, ‘রাহুল গান্ধী বলেন, ৩৭০ ধারা একটি রাজনৈতিক ইস্যু। বাবা রাহুল, আপনি এখন রাজনীতিতে এসেছেন, কিন্তু ৩৭০ ধারা বিলুপ্তির জন্য কাশ্মীরে তিন প্রজন্ম ধরে জীবন দিয়েছে বিজেপি। আমাদের কাছে এটা রাজনৈতিক ইস্যু নয়। ভারত মাকে অখণ্ড রাখতে এটা আমাদের লক্ষ্য।’

আজাদ কাশ্মীর (পাকিস্তান অধিকৃত কাশ্মীর অংশ) সৃষ্টির ব্যাপারে ১৯৪৭ এর দেশভাগের ইতিহাস টেনে অমিত শাহ বলেন, ‘১৯৪৭-এ অসময়ে যুদ্ধবিরতির জন্য এটা হয়েছ। কাশ্মীরের গঠনহীনতার জন্য দায়ী জওহরলাল নেহরু এবং সমস্যাটি সমাধান করতে পারতেন দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল।’