লোকালয় ২৪

নেশার ঘোরে কাজী নজরুল ইসলামের মূর্তি কাঁধে করে নিয়ে গেল মাতালরা!

নেশার ঘোরে কাজী নজরুল ইসলামের মূর্তি কাঁধে করে নিয়ে গেল মাতালরা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ২০১৮ সালে দেখা গিয়েছে একের পর এক মনিষীদের মূর্তি ভাঙার ঘটনা। কিন্তু নতুন বছরের শুরুতেই মূর্তি উধাওয়ের ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটির নিয়ামতপুর নিউরোড মোড়ে নজরুল উদ্যান। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কাজী নজরুল ইসলামের মূর্তি নিয়ে চলে গেছে। ঘটনার তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে কাজী নজরুল ইসলামের জন্ম শতবর্ষে উপলক্ষে এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এরপর তত্‍কালীন কুলটি পৌরসভার উদ্যোগে মূর্তিটি ঘিরে নজরুল উদ্যান তৈরি করে। উদ্যানটির তদারকির দায়িত্বে রয়েছে নিয়ামতপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা যায় তাঁদের কর্মীরা প্রতিদিনই উদ্যানটি পরিষ্কার করতে যায়। তেমনি বুধবার সকালে উদ্যানটি পরিষ্কার করতে যায়। কিন্তু সেখানে যেতেই তাঁদের চক্ষু চড়ক গাছ। কাজী নজরুল ইসলামের মূর্তি উধাও উদ্যান থেকে। এরপর তাঁরাই খবর দেয় কুলটি থানায়।

পুলিশের প্রাথমিক অনুমান, কাজটি মদ্যপ দুষ্কৃতীদের। কারণ ঘটনাস্থলে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস দেখেছে তাঁরা। পুলিশ ঘটনাটির তদন্তে নেমেছে।