সংবাদ শিরোনাম :
নীরবে বিদায় বললেন ক্রিকেটার নাজমুল হোসেন

নীরবে বিদায় বললেন ক্রিকেটার নাজমুল হোসেন

নীরবে বিদায় বললেন ক্রিকেটার নাজমুল হোসেন
নীরবে বিদায় বললেন ক্রিকেটার নাজমুল হোসেন

ক্রীড়া প্রতিবেদক : ২০১২ এশিয়া কাপের ফাইনালের কথা মনে আছে? পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচটাই ছিল পেসার নাজমুল হোসেনের শেষ ওয়ানডে।

চোট-জর্জরিত ক্রিকেট ক্যারিয়ার তার। শেষ কয়েক বছর ধরে তো লাইমলাইটে আসতে পারছিলেন না। তাইতো ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বললেন ডানহাতি পেসার। নীরবে গতকাল ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন এই পেসার।

মিরপুরে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামের রুমে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘ইচ্ছা করলে আরো কিছুদিন হয়তো ক্রিকেট খেলতে পারতাম। কিন্তু সবার সঙ্গে কথা বলে মনে হলো, তার চেয়ে পেস বোলার গড়ার কাজে মন দিলেই ভালো।’

জীবনের নতুন মিশনে কাজ শুরু করে দিয়েছেন নাজমুল। এবারের প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামীতে কোচিংয়ের ওপর ট্রেনিং নিয়ে মাঠে ফিরবেন বলে জানিয়েছেন নাজমুল।

২০০৪ সালে নাজমুলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে। ২০১২ এশিয়া কাপ ফাইনাল তার শেষ ম্যাচ। অবশ্য এরপর টি-টোয়েন্টি খেলেছিলেন। আট বছরে নাজমুল ওয়ানডে খেলেছেন মোটে ৩৮টি। টেস্ট মাত্র দুটি, তাও সাত বছরের দীর্ঘ ব্যবধানে।

তবে এই সীমাবদ্ধতার মাঝেও পরিতৃপ্ত হওয়ার মতো অনেক কিছুই আছে নাজমুলের কাছে, ‘আমি নিজেকে ধন্য মনে করি, আকরাম ভাই, সুমন ভাই, উনাদের মতো লিজেন্ডদের সঙ্গে খেলতে পেরে। আবার মাশরাফি ভাই, সাকিব, তামিম…ওদের সঙ্গে খেলতে পেরেছি। সব মিলিয়ে ক্রিকেট থেকে অনেক কিছু পেয়েছি।’

ছোট্ট ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোকে স্মরণ করে নাজমুল আরো বলেছেন, ‘বাংলাদেশ ভারতের সঙ্গে প্রথম ওয়ানডে জিতেছে, সেই ম্যাচটা আমি খেলেছি। প্রথম অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সেটা আমি খেলেছি। প্রথম শ্রীলঙ্কাকে হারিয়েছে, সেটা আমি খেলেছি। এইগুলো চিন্তা করলে আমার মনে হয় আমি ভাগ্যবানই ছিলাম। ছোট ক্যারিয়ার, কিন্তু আমার প্রাপ্তি অনেক।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com