লোকালয় ২৪

নিহত মীমের পরিবারের পাশে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দিয়া খানম মীমের বাসায় গিয়েছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বৃহস্পতিবার বিকালে তারা মহাখালীর দক্ষিণপাড়ায় মীমদের বাসায় যান। সেখানে তারা ৩০ মিনিট অবস্থান করে মীমের পিতা জাহাঙ্গীর ফকির ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
বৃহস্পতিবার দুপুর ২টার কিছু সময় পরে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক মীমের বাসায় যান। ওই সময় মীমের বাবাসহ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন। ছাত্রলীগ নেতারা প্রায় দুই ঘণ্টা সেখানে অপেক্ষা করেন।
ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, আমরা ওনাদের সঙ্গে অনেকক্ষণ আলাপ করেছি। ওনাদের সান্ত্বনা দিয়েছি। ওনারা আমাদের বলেছেন, জননেত্রী শেখ হাসিনা তাদের আশ্বস্ত করেছেন। তারা প্রধানমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়েছেন।
শোভন বলেন, ওনারা দিয়ার (বাবা-মা) বিক্ষুব্ধ ছাত্রসমাজকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আমরাও আশা করি দিয়ার বাবার আহ্বানে সাড়া দিয়ে কোমলমতি ভাই-বোনেরা ঘরে ফিরে যাবেন।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখায় আমরা নিহতের পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি। নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে যেকোনো প্রয়োজনে ছাত্রলীগ সব সময় থাকবে বলে তাদের আশ্বস্ত করেছি।