লোকালয় ডেস্কঃ আগামী সপ্তাহে নিলাম ডাকা হতে পারে ‘পিঙ্ক লিগ্যাসি’র। জেনেভার প্রতিষ্ঠান ক্রিস্টির নিলামে উঠতে যাওয়া ওই বিরল হীরার দাম হতে পারে ৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় তা ৪১৬ কোটি টাকার বেশি। প্রায় ১৯ ক্যারেট ওজনের গোলাপি এই হীরাটি অভিনব ও বিরল বলেই জানিয়েছেন ক্রিস্টির আন্তর্জাতিক হীরা বিশেষজ্ঞ জিন-মার্ক লুনেল।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, এই প্রথম গোলাপি হীরাটি নিলামে উঠতে চলেছে। ১৩ নভেম্বর হীরাটি ৩০ মিলিয়ন ডলার থেকে ৫০ মিলিয়ন ডলার দাম উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জিন-মার্ক লুনেল বলেন, ‘সম্ভবত এটি নিলামে ওঠা সর্বকালের সেরা হীরার সুন্দরতম নমুনা; অসাধারণ এই পাথরের দাম অসাধারণ হওয়াই বাঞ্ছনীয়।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আয়তক্ষেত্রের মতো দেখতে এই হীরাটিকে ‘অভিনব’ শ্রেণির মধ্যেই রাখা হয়েছে।
এর আগে ২০১৩ সালে ৫৯.৬০ ক্যারেট ওজনের বিশাল গোলাপি হীরা ৮৩ মিলিয়ন ডলার দামে বিক্রি হয়। আগামী মঙ্গলবার ক্রিস্টির বার্ষিক ম্যাগনিফিসেন্ট জুয়েল নিলামে উঠবে পিঙ্ক লিগ্যাসি।
হীরাটি ওপেনহেইমার পরিবারের অন্তর্গত ছিল বলে জানা গেছে।
Leave a Reply