লোকালয় ২৪

নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই: বাণিজ্যমন্ত্রী

নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই: বাণিজ্যমন্ত্রী

লোকালয় ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

২০ অক্টোবর, শনিবার ভোলা সদর উপজেলা অডিটরিয়ামে জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বিএনপি যদি ২০১৪ সালের মতো অরাজকতা সৃষ্টি করতে চায় তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সঙ্গে দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দেবে। তারা (বিএনপি) যদি আবার ক্ষমতায় আসে, তবে দেশটাকে ধ্বংস করে দেবে।’

বিএনপি দীনতায় ভোগা একটি দল দাবি করে মন্ত্রী বলেন, ‘যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, তাদের সঙ্গে কামাল হোসেন জোট করেছেন।’

বিএনপির মধ্যে কোনো যোগ্য লোক নেই বলেই কামাল হোসেনের মতো দলত্যাগকারী নেতাকে বেছে নিয়েছে মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির নতুন জোটের উদ্দেশ্য যদি হয় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো, তাহলে তা কোনোদিনই সফল হবে না। বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

‘দেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছাতে হলে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।’ সেই লক্ষ্যকেই সামনে রেখে মহিলা যুবলীগসহ সকল নেতা-কর্মীকে নিরলস কাজ করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

মহিলা যুবলীগ আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্নার সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন নারী নেত্রী আনোয়ারা আহমেদ। বক্তৃতা দেন অ্যাডভোকেট মমতাজ বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু প্রমুখ।