লোকালয় ২৪

নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া: হাইকোর্ট

নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া: হাইকোর্ট

লোকালয় ডেস্কঃ দুর্নীতির দায়ে বিচারিক আদালতে দুই বছরের বেশি দণ্ড হলে এবং আপিলে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কোন ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মত দিয়েছেন হাইকোর্ট।

তবে আপিল বিভাগ দণ্ড স্থগিত বা বাতিল করে জামিন দিলে তবেই সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন বলেও জানিয়েছেন আদালত।

বিএনপির পাঁচ নেতা দণ্ড স্থগিত প্রশ্নে আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) এ আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সাজা স্থগিত চেয়ে বিএনপির পাঁচ নেতার আবেদনও খারিজ করে দেন আদালত।

হাইকোর্টের এই আদেশের ফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ যেসব রাজনীতিকরা দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

দুদকের আইনজীবি খুরশীদ আলম জানান, আদালতের আদেশের কারণে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।’